শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
জুলফিকার আমীন,বিশেষ প্রতিনিধি
পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের মঠবাড়িয়া-ডৌয়াতলা সড়কের নয়াহাট সংলগ্ন ব্রিজটি অত্যান্ত জড়াজীর্ণ ও ঝুকিঁপূর্ণ।
সূর্যমনি আশিকুড়া গ্রামসহ ৩টি গ্রামের হাজারো লোকজন প্রতিদিন এ ব্রিজটি দিয়ে যাতায়ত করে। নয়াহাট এলাকায় রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলার প্রধান বাজার ছাড়াও আশপাশে রয়েছে আরো তিনটি বাজার।
[৩] স্থানীয় দোকানী নিজাম, রুবেল জানান, প্রায় ৪-৫ বছর ধরে ব্রিজটি ঝুকিঁপূর্ণ অবস্থায় রয়েছে। বর্তমানে একেবারে জড়াজীর্ণ। ৩-৪ টি গ্রামের মানুষ প্রতিদিন এ ব্রিজটি দিয়ে চলাচল করে। গাড়ী চলাচলের অনুপোযগী হয়েছে বহু বছর আগে। ব্রিজের পাঠা ভেঙে যাবার কারনে স্থানীয়রা কাঠের গুড়া দিয়ে পায়ে হেঁটে চলাচল করছে। স্কুল খোলা থাকা কালীন সময় শিশুদের অভিভাবকরা বা আমরা দোকানীরা শিশুদের ব্রিজ পাড়া করে দিতে হতো।
[৪] স্থানীয় ইউপি সদস্য আবু হানিফ হাওলাদার জানান, ব্রিজটি বেশ কয়েক বছর ধরে অত্যান্ত জড়াজীর্ণ ও ঝুকিঁপূর্ণ অবস্থায় রয়েছে। কোন প্রকার গাড়ী চলাচল করতে পারে না। স্থানীয়দের সহযোগীতায় মানুষ চলাচলের জন্য ব্রিজের ওপর কাঠের গুড়া দেয়া হয়েছে। ব্রিজটি দ্রুত মোরমতের দাবি করছি।৫] উপজেলা প্রকৌশলী কাজি আবু সাঈদ মো. জসিম ব্রিজটি অতন্ত জড়াজীর্ণ ও ঝুকিঁপূর্ণ এর সত্যতা স্বীকার করে বলেন, ইতোমধ্যে ওই ব্রিজসহ ৫টি ব্রিজের মাটির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শীঘ্রই দরপত্র আহ্বান করা হবে।
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার নয়াহাট বাজার সংলগ্ন ঝুঁকিপূর্ণ এ ব্রিজ দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Gepostet von Badol bapary am Dienstag, 29. September 2020