শনিবার, ১৪ Jun ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দূর্বৃত্তের হাতে এক নারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে এবং ঐ নারীর স্বামী আহতাবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
নিহত নারী হলেন, সেলিনা বেগম (৫০)।
ঘটনাটি ঘটেছে শনিবার (৩অক্টোবর) গভীর রাতে সরাইল পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামে।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় কিতাব আলী (৬০) কে সরাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সেলিনা বেগমের স্বামী কিতাব আলী বলেন, শনিবার রাত ১টার দিকে কয়েকজন ব্যক্তি তাদের ঘরের দরজায় এসে ডাক দেয় । এত রাতে কে এসেছে সেটা দেখতে দরজা খোলে দেয় কিতাব আলী। কিছু বোঝার আগেই কিতাব আলীকে গলায় ছাপ দিয়ে ধরে দূর্বৃত্তরা। সে দেখে সেলিনা বেগম চিৎকার দিলে তাকে মাথায় আঘাত করলে সে সঙ্গে সঙ্গে মাঠিতে লুটিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সেলিনা বেগমের মৃত্যু হয় ।
সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আল মাহমুদ মোঃ নাজমুল আহম্মদ জানান, নিহতের ঘটনা সত্যতা স্বীকার করে বলেন এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।