শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে ডাইনামিক শিক্ষক মেলা মিরুখালী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ভূইয়া।
মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভগিরথপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, বাঁশবুনিয়া রাশেদীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হামিদ, ছোট হারজী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নাসির উদ্দিন, নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, মিরুখালী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. রোকনুজ্জামান শরীফ, মো. শাকিল আহম্মেদ প্রমুখ।
শিক্ষক মেলায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশে কম্পিউটার শিক্ষার কোন বিকল্প নেই। সারা বিশ^ এখন কম্পিউটার ও ইন্টারনেটের ওপর বেশী নির্ভরশীল। প্রত্যেক শিক্ষক-শিক্ষিকার কম্পিউটার শিখতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে এ সম্পর্কে ধারনা দিয়ে গড়তে হবে। ইতোমধ্যে আমরা ডিজিটার বাংলার ডিজিটাল সুবিধা গ্রহণ করতে শুরু করেছি।