শনিবার, ১৪ Jun ২০২৫, ১১:১০ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে শুক্রবার ১২টার দিকে কাউখালী দক্ষিণ বাজার সুপারি পট্টি থেকে রফিকুল ইসলাম সুপারি ব্যবসায়ীর সাথে থাকা ব্যাগে আড়াই লাখ টাকা চুরি করে দৌড়দিয়ে পালিয়ে যাওয়ার সময় চোরকে জনগণ ধরে ফেলে।
পরে জনসাধারণ চোরকে পুলিশের হাতে তুলে দেয়। জানা যায়, চোরটি উপজেলার কাউখালী সদর ইউনিয়নের কেউন্দিয়া গ্রামের নবীর খন্দকারের ছেলে ইলিয়াচ খন্দকার (৫৫)। তার রিরুদ্ধে কাউখালী থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে পিরোজপুর কোটে প্রেরণ করা হবে।