শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর দায়ের করা ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে দুইদিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। তাঁরা হলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সংগঠনটির ঢাবি শাখার সহ সভাপতি মো. নাজমুল হুদা। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূইয়ার আদালত এ আদেশ দেন। এর আগে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের দুজনকে সাত দিন করে রিমান্ড আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে তাঁদের দুজনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে গতকাল রবিবার দুপুরে রাজধানীর ভিন্ন এলাকা থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়।