রবিবার, ১৫ Jun ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
করোনা সংক্রমণে মারা গেছেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মেহেরপুর জেলা শাখা সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ (৮১)। আজ বুধবার (১৪ অক্টোবর) ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জেলা বিএমএ সভাপতি ছাড়াও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ছিলেন ডা. রমেশ চন্দ্র নাথ। রমেশ ক্লিনিকের ব্যবস্থাপক শহিদুল ইসলাম জানান, রমেশ ক্লিনিকের মালিক ডা. রমেশ চন্দ্র নাথ গত ৩০ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হন। তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তির পর তাঁকে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে মারা যান তিনি। ডা. রমেশ চন্দ্র নাথের মৃত্যুতে জেলা স্বাচিপ সভাপতি এম এ বাসার, বিএমএর সাধারণ সম্পাদক আবু তাহের, মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্যসহ বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।