শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
মোঃ রুম্মান হাওলাদার মঠবাড়িয়া প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডাঃ রাকিবুর রহমানের পেশাগত দক্ষতায় তীব্র ব্যথা থেকে রক্ষা পেল কানের মধ্যে হেড ফোনের ব্যাটারী প্রবেশ করা একটি শিশু।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ড্রিম হেল্থ ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মঠবাড়িয়ায় ওই চিকিৎসকের সরনাপন্ন হয়ে কান থেকে ব্যাটারীটি বের করা হয়।
তীব্র কানে ব্যথায় ছটফট করছিল আরিয়ান নামে একটি শিশু। আরিয়ান (৫) উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের জহিরুল চৌকিদারের ছেলে।পরিত্যক্ত হেড ফোন নিয়ে খেলা করতে গিয়ে ওই শিশুটি এ অবস্হার শিকার হয়েছিল বলে জানা গেছে।বর্তমানে শিশুটি সুস্হ আছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট চিকিৎসক।