শনিবার, ১৪ Jun ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
কক্সবাজারে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি ও তার অপর তিন সহযোগীকে আটক করেছে র্যাব। কক্সবাজার শহরের কস্তুরাঘাট ও খুরুশকুল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মাহমুদুল হাসান মামুন।
তিনি জানান, এক কিশোরীকে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৪ জনকে আটকের পাশাপাশি কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, সম্প্রতি কিশোরীর মা র্যাব-৭, চট্টগ্রাম এ অভিযোগ করেন গত ১ সেপ্টেম্বর মোঃ শাহাবদ্দিন (২৮) ও তার ৩ জন সহযোগী মিলে তার ছোট মেয়েকে অপহরণ করে নিয়ে প্রায় দেড় মাস যাবত অজানা স্থানে আটকে রেখে ধর্ষণ করছে। ওই অভিযোগের ভিত্তিতে র্যাব-৭ ঘটনার সত্যতা যাছাই এবং আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে।
একপর্যায়ে র্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ওই ধর্ষণকারী ও তার সহযোগীরা কক্সবাজার জেলার সদর থানাধীন এলাকায় অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে টানা ৩৬ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ভিকটিমকে উদ্ধার এবং প্রধান আসামী মোঃ শাহাবউদ্দীন ও তার অপর তিন সহযোগীকে আটক করতে সক্ষম হয়।
আসামিরা তাদের অবস্থান পরিবর্তন করায় তাদের আটকের কাজটি ছিল কষ্টসাধ্য।
সুত্র মানবজমিন