শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
মোঃ রুম্মান হাওলাদার মঠবাড়িয়া প্রতিনিধি।। পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের আরামবাগের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন সাবেক ইউপি সদস্য আব্দুর রব মেম্বারের বসত বাড়িতে আগুন লেগে সম্পূর্ন পুড়ে ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১ টার দিকে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। খবর পেয়ে মঠবাড়িয়ার ফায়ার সার্ভিসের সদস্যের একটি দল ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মঠবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এস.ও মোঃ সুমন জানান,বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত ঘটেছে। মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন বসত ঘরটিতে অগ্নিকাণ্ডের সময় পরিবারের লোকজন না থাকায় তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।