শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে তিন দিন পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি দিয়েছেন আদালত।
এর আগে তিনটি মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল দেলোয়ারকে।
গত ২ সেপ্টেম্বর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করে দেলোয়ার বাহিনীর সদস্যরা। পরে তারা ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে একাধিকবার কুপ্রস্তাব দেন। তাতে রাজি না হওয়ায় ৪ অক্টোবর বিবস্ত্র করে নির্যাতনের ভিডিওচিত্রটি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে দেশজুড়ে সমালোচনা তৈরি হয়।
ওই রাতেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে দেলোয়ারকে অস্ত্রসহ গ্রেফতার করে র্যাবের একটি দল। ৬ অক্টোবর ওই গৃহবধূ দেলোয়ারসহ দুজনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। এ ছাড়া দেলোয়ারের বিরুদ্ধে আগের একটি হত্যা এবং অস্ত্র ও বিস্ফোরক আইনের তিনটি মামলা ছিল।