শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রনজিৎ রায় বলেছেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে চলেছে। তিনি বলেন, নারীরা এগিয়ে চলেছে। দেশের সব ক্ষেত্রে আজ নারীদের অগ্রাধিকার রয়েছে। প্রশাসনে বিভিন্ন বিভাগে নারীরা নিয়োগ পাচ্ছেন। দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনও করছেন নারীরা। শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। বুধবার (২৮ অক্টোবর) যশোর জেলা মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এদিন বিকেলে যশোর সার্কিট হাউসে সংসদ সদস্য রনজিৎ রায়কে ফুলেল শুভেচ্ছা জানান জেলা মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি লাইজু জামান ও সাধারণ সম্পাদক জোসৎনা আরা মিলিসহ নির্বাচিতরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অভয়নগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক মহিলা সম্পাদিকা রোকেয়া পারভীন ডলি, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদা বেগম, শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেহানা পারভীন, সদর মহিলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা বেগম আনু, একই কমিটির সাংগঠনিক সম্পাদিকা রেহানা আক্তারসহ জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।