শনিবার, ১৪ Jun ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভান্ডারিয়ায় জামরুল গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজাপুরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভান্ডারিয়ায় অতিরিক্ত টোল আদায় ফেসবুকে স্ট্যাটাসের প্রতিবাদ করায় মৎস্যজীবী দলের আহ্বায়ককে কোপানোর অভিযোগ ভান্ডারিয়ায় জাতীয় পার্টি (জেপি)’র ১০ নেতার পদত্যাগ ভান্ডারিয়ায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত কাউখালীতে জমি জমা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী নিহত কাউখালীতে ভিজিটি চাল বিতরণে সুবিধা ভোগীদের কাছে থেকে অর্থ আদায়ের অভিযোগ ভান্ডারিয়ায় রেড ক্রিসেন্ট সোসাইটি ও দূর্যোগ ঝুঁকি হ্রাস কমিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ভান্ডারিয়ায় ৩ দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন ভান্ডারিয়ায় ধাওয়া ইউপি সদস্যদের অপসারণ দাবিতে মানববন্ধন ভান্ডারিয়ায় ইউপি চেয়ারম্যান ও মেম্বার অপসারণের দাবিতে মানববন্ধন কাউখালীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের উদ্যোগে উপকরণ বিতরণ উপার্জনক্ষম প্রতিবন্ধী মেয়ে খুন! দিশেহারা পরিবার ভান্ডারিয়ার প্রতিবন্ধী যুবতীর হাত-পা-মুখ বাঁধা মরদেহ টঙ্গী থেকে উদ্ধার, বাড়ির মালিক আটক ভান্ডারিয়ায় বিস্ফোরক মামলায় তিন নেতা কারাগারে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ভান্ডারিয়ায় এসএসসি পরীক্ষার উত্তরপত্র দেড় ঘণ্টা পর পরীক্ষার্থীর বাড়ি থেকে উদ্ধার! দুই কক্ষ পরিদর্শক বহিস্কার ভান্ডারিয়ায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত Best Gender Hookup Websites | FreeHookupsSites
মুসলিমদেরও অধিকার রয়েছে ফরাসিদের শাস্তি দেয়ার : মাহাথির

মুসলিমদেরও অধিকার রয়েছে ফরাসিদের শাস্তি দেয়ার : মাহাথির

ফ্রান্সের অতীত অপকর্মের কারণে মুসলিমদের লাখ লাখ ফরাসিকে হত্যা করার অধিকার রয়েছে, এমন মন্তব্য করে বিতর্কের ঝড় তুলেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

৯৫ বছর বয়সী এ নেতা বলেছেন, তিনি মুক্তবাকে বিশ্বাসী। কিন্তু সেটি কাউকে অপমানের জন্য ব্যবহার করা উচিত নয়। মাহাথির বলেন, অতীত গণহত্যার জন্য লাখ লাখ ফরাসি মানুষ হত্যার অধিকার রয়েছে মুসলিমদের। কিন্তু এখন পর্যন্ত মুসলিমরা ‘চোখের বিনিময়ে চোখ’ নীতির প্রয়োগ করেনি। তার কথায়, মুসলিমরা এটা করে না। ফরাসিদেরও করা উচিত নয়।

বর্ষীয়ান এ নেতা তার বক্তব্যটি নিজের ব্লগ ও টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। তবে নীতি ভঙ্গের দায়ে তার একটি পোস্ট মুছে ফেলেছে টুইটার কর্তৃপক্ষ।
চলতি মাসের শুরুর দিতে উত্তর-পশ্চিম প্যারিসের একটি স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক স্যামিয়েল প্যাটি তার ক্লাসে মহানবী (স)-এর ব্যঙ্গচিত্র দেখান। এর জেরে তাকে শিরশ্ছেদ করে হত্যা করেন এক মুসলিম যুবক। পরে পুলিশের গুলিতে নিহত হন তিনি।

এ ঘটনার পর ফরাসি প্রেসিডেন্টে এমান্যুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, মুসলিমদের তীব্র আপত্তি সত্ত্বেও তার দেশ মহানবী (স)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করবে না। পরে দেশটির দু’টি সরকারি ভবনে প্রজেক্টরের মাধ্যমে বড় করে সেই বিতর্কিত ছবি দেখানো হয়।

এরপরই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে গোটা মুসলিম বিশ্বে। প্রিয়নবীকে অপমানের জবাবে শুরু হয় তুমুল বিক্ষোভ ও প্রতিবাদ। দেশে দেশ ছড়িয়ে পড়ে ফ্রান্স বয়কটের ডাক। এমনকি, ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিও উঠেছে অনেক জায়গায়।

এ বিষয়ে ইঙ্গিত করে মাহাথির মোহাম্মদ লিখেছেন, মাত্র একজন ক্ষুব্ধ ব্যক্তির কাজের জন্য আপনি যখন সব মুসলিম ও মুসলিমদের ধর্মকে দোষারোপ করেন, তখন মুসলিমদেরও অধিকার রয়েছে ফরাসিদের শাস্তি দেয়ার।

ফরাসি প্রেসিডেন্টের সমালোচনা করে প্রবীণ এ নেতা বলেন, তিনি (ম্যাক্রোঁ) নিজেকে সভ্য তা দেখাচ্ছেন না। তিনি খুবই সেকেলে। ফরাসি জনগণের উদ্দেশে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী বলেন, ফরাসিদের উচিত তাদের মানুষদের অন্যের অনুভূতিকে সম্মান করতে শেখানো।

এদিকে, বৃহস্পতিবার ফ্রান্সের নিস শহরে ছুরি হামলায় তিনজন নিহত এবং বহু মানুষ আহত হওয়ার দিনই মাহাথিরের এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন মহল।

ফ্রান্সের ডিজিটাল শিল্প ও যোগাযোগ বিষয়ক জুনিয়র মন্ত্রী সেড্রিক ও বলেছেন, তিনি টুইটারের স্থানীয় ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলেছেন এবং মাহাথিরের অ্যাকাউন্টটি ডিলিট করে দেয়ার অনুরোধ জানিয়েছেন। তার মতে, এটি না করলে ‘হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক আহ্বানের সহযোগী’ হিসেবে দায়ী থাকবে টুইটার।

অবশ্য মাহাথির মোহাম্মদের ‘লাখ লাখ ফরাসি হত্যা’ বিষয়ক টুইট মুছে ফেলা হলেও ‘অন্যদের সম্মান’ বিষয়ক টুইট এখনও দেখা যাচ্ছে। রয়েছে মালয়েশীয় নেতার টুইটার অ্যাকাউন্টও।

সূত্র: আল জাজিরা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana