বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন
মোঃ রুম্মান হাওলাদার মঠবাড়িয়া প্রতিনিধি
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে মঠবাড়িয়ায় বিক্ষোভ মিছিল, কুশপুত্তলিকা দাহ ও সমাবেশ করেছে উপজেলার সবস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা। আজ (৩০ অক্টোবর) শুক্রবার বাদ জুম্মা কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের সামনে থেকে ট্রাফিক মোড় হয়ে শ্লোগান দিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ কারীদের হাতে ছিল বিভিন্ন প্রকার লেখা সংবলিত ফেস্টুন,ব্যানার ও অবমাননা কারীর কুস্পুত্তলিকা। তারা অবমাননা কারীর বিচার চেয়ে বিভিন্ন প্রকার শ্লোগান দেন। বিক্ষোভে অংশ নেন দলমত নির্বিশেষে জুমার নামাজ আদায়কারী শতশত মুসল্লি সহ বিভিন্ন পেশার ধর্মপ্রাণ মুসল্লি বৃন্দ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মঠবাড়িয়া পৌর ভবনের সম্মুখ সড়কে গিয়ে শেষ হয়। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওঃ সিদ্দিকুর রহমান,দক্ষিণ বন্দর জামে মসজিদের পেশ ইমাম মাওঃ শাহ জালাল, আলহাজ্ব কে,এম হুমায়ুন কবির, মহিউদ্দিন আহম্মেদ লাবু মৃধা উপদেষ্টা ইসলামী আন্দোলন মঠবাড়িয়া শাখা,মাওঃ বেলায়েত হোসাইন সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন ভান্ডারিয়া সাংগঠনিক জেলা প্রমূখ। এ সময় বক্তারা ফ্রান্সের পণ্য বর্জন করার জন্য তৌহীদি মুসলিম জনতার প্রতি আহবান জানান। একই সাথে ফ্রান্সের সঙ্গে সব ধরণের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন সহ গণধিক্কার জানানো হয়। পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ২ নভেম্বর সোমবার বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ মঠবাড়িয়া শাখার পক্ষ থেকে বিকেল ৪ টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করা হবে বলে বক্তারা জানান।