রবিবার, ১৫ Jun ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শতাধিক জাপা নেতা-কর্মী ও আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সহ-সভাপতিসহ বিএনপিতে যোগদান করেছেন।
আজ শনিবার(৩১অক্টোবর) বিকালে উপজেলার কালিকচ্ছ এলাকার লস্কর বাড়িতে উক্ত যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্
উক্ত যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা আনিছুল ইসলাম ঠাকুর, উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া এমপির একমাত্র পুত্র মাইনুল হাসান তুষার, সরাইল উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক এনামুল হক লোকমান, কালিকচ্ছ ইউপি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন ও যুবদল নেতা নুরুল আমিন মাস্টার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরাইল উপজেলা স্বেচ্ছা সেবক দল নেতা মো: আব্দুল করিম মাস্টার। অনুষ্ঠানে কোরআন তেলায়াত করেন বিএনপি নেতা আলতু মিয়া। পরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিষুতারা ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আনু মিয়া ও একই ইউনিয়নের চাকসার উত্তর পাড়ার জাপা নেতা মো: সেলিম মিয়ার নেতৃত্বে চাকসার উত্তরপাড়ার মিরছিদ আলী, রজব আলী, বাবুল মিয়া, আজিজ মিয়া, সিরাজ মিয়া, আক্তার হোসেন, আমির আলী, আব্দুস সহিদ, মনসুর মিয়া, হাসমত মিয়া, নুর ইসলাম, কেফায়েত উল্লাহ, হানিফ মিয়া, মানিক মিয়া, কবির মিয়া, জজ মিয়া, ছায়েদ মিয়া, আব্দুল্লাহ, মনির মিয়া, হুমায়ূন মিয়া, হোসেন মিয়া, দৌলত পাড়ার কাপ্তান মিয়া ও গলানিয়া গ্রামের হেলাল মিয়াসহ শতাধিক জাপা নেতা-কর্মী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া এমপির হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় ছাত্রদল নেতা তানভীর আহমেদ শিহান, মীর ওয়ালীদ উদ্দিন, হৃদয় লস্কর, আল আমিন হোসেন, আকরাম, সবুজসহ বিভিন্ন স্তরের দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল ও সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।