শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
জুলফিকার,বিশেষ প্রতিনিধি
জোর পূর্বক ২ মাসের সন্তান গর্ভপাত করার অভিযোগ এনে পিরোজপুরের মঠবাড়িয়ায় এক পুলিশ কনস্ট্রবলের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী।
আইনজীবি সহকারি রুমা বেগম (৪০) রোববার স্বামী পুলিশ কনস্ট্রবল রফিকুল ইসলাম (৫৩) এর বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যজিষ্ট্রেট আদলতে এ মামলাটি দায়ের করেন। আদালতের বিচারকি হাকিম আল ফয়সাল মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানাকে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। আসামী রফিকুল ইসলাম বরিশাল বিমান বন্দর উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মৃত. আঃ মজিদ হাওলাদারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, পুলিশ কনস্ট্রবল (কং নং-২৬২) রফিকুল ইসলাম মঠবাড়িয়া থানায় চাকুরীরত অবস্থায় আইনজীবি সহকারি ওই নারীর সাথে পরিচয় হয়। সে সুবাদে বিভিন্ন প্রলোভনে গত ১ বছর আগে রেজিষ্ট্রি ও কাবিন মূলে তাদের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পরে রুমাকে যৌতুকের জন্য চাঁপ দিতে থাকে। ইতোমধ্যে রুমা বেগম অন্তঃস্বত্তা হয়ে পরে। বিষয়টি পুলিশ সদস্য জানতে পেরে স্থানীয় একটি বে-সরকারি ক্লিনিকে নিয়ে জোর করে গর্ভপাত করায়।
ভূক্তভোগী রুমা জানান, আমাকে স্ত্রীর পূর্ণ মর্যদা না দেয়ার জন্য মঠবাড়িয়া থেকে বদলি হয়ে বরিশাল গিয়ে স্বেচ্ছায় অবসরে যান। উপায়ন্ত না পেয়ে গত ১৪ জুলাই তার বিরুদ্ধে যৌতুক আইনে মামলা দায়ের করি। এ মামলায় তিনি জেল হাজতে রয়েছেন।