শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
জুলফিকা,বিশেষ প্রতিনিধি
“মুজিব বর্ষের আহবান-যুব কর্মসংস্থান” এ শ্লোগানে পিরোজপুরের মঠবাড়িয়ায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
মঠবাড়িয়া যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজন দিবসটি উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বার্হী কর্মকর্তা ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কবীর আহম্মেদ, সাংবাদিক মজিবর রহমান, মিজানুর রহমান মিজু, শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, ছাত্রনেতা মশিউর রহমান মর্তুজা, যুবক কাওসার আহম্মেদ ও সাইদুর রহমান প্রমূখ।
আলোচনা শেষে ৬০ জন প্রশিক্ষণ বেকার যুবকদের মাঝে ১৪ লাখ ৫৫ হাজার টাকা যুবĹণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বার্হী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, মুজিব বর্ষে বেকার যুবকদের স্বাবলম্বী করার অংশ হিসেবে এ যুবĹণ বিতরণ করা হয়। পর্যায় ক্রমে আরো বেকার যুবকদের প্রশিক্ষণ ও যুবĹণ দেয় হবে।