শনিবার, ১৪ Jun ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
ভাণ্ডারিয়া প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পৌরসভার কর ২৫ শতাংশ করার দাবী এবং সুবিধা বঞ্চিত পৌর নাগরিকদের মহামারি করোনা সংকটকালে ধার্যকৃত অসহনীয় কর বাতিল, ভুবনেশ^র নদীর স্লুইচ গেট অপসারনসহ নদী খাল পরিবেশ বাচাঁনোর দাবীতে গতকাল সোমবার সকালে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে করেছে ভাণ্ডারিয়া ওয়ার্কার্স পার্টি ,নাগরিক অধিকার ও পৌর সংগ্রাম পরিষদ।
স্থানীয় শহিদ মিনার সড়কে বেলা ১০ টা থেকে ১১ পর্যন্ত ১ঘন্টার মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন নাগরিক অধিকার ও পৌর সংগ্রাম পরিষদ এর আহবায়ক ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি খান মো. রুস্তুম আলী, সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল কালাম হাওলাদর, ব্যবসায়ী সামজিদ মিয়া, যুবলীগ নেতা ওয়ালিদ খান, ফাকরুল আকন। বক্তরা অনতিবিলম্বে নাগরিক সুবিধা বঞ্চিত পৌরবাসীর অসহনীয় কর মওকুফের দাবী জানান। তারা বলেন নাগরিক সুবিধা বঞ্চিত নাগরিকদের জন্য পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট সংস্কার,পরিচ্ছন্ন কর্মী নিয়োগ,সড়কবাতি ও বিশুদ্ধ পানি সরবরাহের দাবী জানান