শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। মঙ্গলবার বিকেলে পিরোজপুর ৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মো. রুস্তুম আলী ফরাজি এ ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
উপজেলার মিরুখালী ইউনিয়নের ভগিরথপুর বাজারে এ কলেজের ভিত্তি প্রস্তর উদ্বোধন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আবু হানিফ, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোহাম্মদ জসিম, কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক মো. শাকিল আহম্মেদ, পৌর জাতীয় পার্টির সভাপতি প্রভাষক ফারুক হোসেন, উপজেলা আ‘লীগ ধর্ম বিষয়ক সম্পাদক মো. কামরুল আকন, উপজেলা যুবলীগ সভাপতি আবু হানিফ খান, এমপি‘র জন সংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু, কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর কবিরসহ সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সাংসদ ডাঃ মো. রুস্তুম আলী ফরাজি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। সরকার দেশকে একটি আদর্শ জাতি হিসেবে তৈরী করার জন্য নিরলস ভাবে কাজ করছে। পর্যাক্রমে উপজেলা সব শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন করা হবে।
উল্লেখ্য- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ের এ ভবনটি নির্মানের কাজ করছে।