শনিবার, ১৪ Jun ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ত্রিমুখী যাবাহনের সংঘর্ষের ঘটনায় প্রথমে তিনজন নিহত হলেও পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল -৪জনে।
শুক্রবার বেলা দুইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ ও মনকসাইর নামক এলাকার মাঝামাঝি এ দূর্ঘটনা ঘটে।
ট্রাক, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
ঘটে যাওয়া উক্ত সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ মোট চারজন মারা গেছেন। উক্ত ঘটে যাওয়া দুর্ঘটনায় আহত হয়েছিলেন আরো পাচজন।
আহত পাঁচজনের নাম পরিচয় জানা গেছে। এরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটিয়া গ্রামের বিল্লাল মিয়া (২২), কুমিল্লা মোরাদ নগর উপজেলার খোরশেদ মিয়া (৬৯) এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নরসিংহপুর গ্রামের সালমান মিয়া (২৮),কুমিল্লা মুরাদনগরের ৫ বছরের শিশু নাদিয়া এবং একই এলাকার একজন নারী ফাতেমা(৫০)।
তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া অবস্থায় ফাতেমা(৫০) নামের একজন নারী মারা যান। নিহতরা হলেন ফাতেমা(৫০),নাদিয়া(৫), নাবালক(৭২) এবং তার স্ত্রী আয়েশা (৫০)। এদের সবার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরে বলে খাটিহাতা হাইওয়ে পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা যায়।
আহত অন্যান্যদের চিকিৎসা চলছে। এ ছাড়া ও অজ্ঞাতনামা আরো দুইজন চিকিৎসা নিয়ে চলে যান। নিহতদের মধ্যে একজন বৃদ্ধ, দুইজন মাঝবয়সী নারী ও পাঁচ বছরের একজন শিশু রয়েছে।
হাইওয়ে থানার ওসি মো. মাহবুবুর রহমান খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ছুটে যান। তিনি জানান, এ ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।