শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় গাঁজা সহ ৪ যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার আন্দার মানিক গ্রামের গাঁজা ব্যাবসায়ী এমাদুলের বসত ঘর থেকে আটক করা হয়। মঠবাড়িয়া থানার এস আই বাসার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্ধারমানিক গ্রামে অভিযান চালিয়ে এমাদুলের বসত ঘরে গাঁজা কেনা বেচার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার আন্ধার মানিক গ্রামের মৃত্যু মহব্বাত আলীর ছেলে এমাদুল (৪০), লক্ষনা গ্রামের জাফর হাওলাদারের ছেলে রাব্বি (২০), পূর্ব সেনের টিকিকাটা মৃত্যু চাঁন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৮) পৌর শহরের ৭নং ওয়াডের সুলতান হোসেনের ছেলে মিরাজ হাওলাদার (২০)।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এস আই বাসার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে। তাদেরকে শনিবার আদালতে সোপের্দ করা হয়েছে।