শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল : পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ দুর্ধর্ষ ডাকাত ও ইউনিয়ন যুবলীগ সভাপতি শহিদুল ইসলামকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী দুলাল সরদার (৩০) কে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তির রোববার সকালে উপজেলার মিরুখালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। এর আগে রোববার ভোররাতে উপজেলার খায়ের ঘাটচোরা গ্রামের নিজ বাড়ি থেকে ডাকাত ও মাদক ব্যবসায়ি ব্যবসায়ি নজরুল সরদার (৩৫) গ্রেপ্তার করে। ডাকাত দুলাল সরদার খায়ের ঘাটচোরা গ্রামের মৃত. আঃ খালেক সরদারের ছেলে ও ডাকাত নজরুল লাল মিয়া সরদারের ছেলে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, ডাকাত দুলাল সরদার ও নজরুল সরদারের বিরুদ্ধে মঠবাড়িয়া থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, হত্যা চেষ্টা ও মাদক মামলা রয়েছে। এমনকি ঝালকাঠির চাঞ্চল্যকর স্বর্ণের দোকান ডাকাতি মামলার তারা আসামী। পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে তারা দীর্ঘ দিন ধরে পালিয়ে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে ও সকালে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে গ্রেপ্তারকৃত দুই ডাকাতকে আদালতে সোপর্দ করা হয়েছে।