শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি
‘জীবনকে ভালবাসুন- মাদক থেকে দুরে থাকুন’ এ শেলাগানে পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার ও সেবন বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব (এলপিআর) মোফাজ্জেল হোসেন মন্টু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্রাপক ডাঃ মোঃ আইয়ূব আলী, সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ড, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন‘র সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, ঢাকাস্থ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী বেলায়েত হোসেন, সদস্য মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, নিউটন মীর, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক দেবদাস মজুমদার, প্রধান শিক্ষক, মো. রুহুল আমীন, মো. আলমগীর হোসেন, মোস্তাফিজুর রহমান প্রমূখ।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব (এলপিআর) মোফাজ্জেল হোসেন মন্টু বলেন, মাদক সামাজিক ব্যধিতে পরিনত হয়েছে। দেশের সুন্দর ভবিষ্যতের জন্য সমাজকে মাদকমুক্ত করতে হবে। তাই জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শীঘ্রই মাদক বিরোধী সমাবেশ করতে হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করছেন।