দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর গ্রামে মেসার্স চাঁদ ইন্ডাষ্ট্রিজ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) বিকেল আনুমানিক ৩.৪৫ মিনিটে মিলাদ-মাহফিলের মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রোঃ মোঃ জামিল মিঞা ( বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী)।
প্রতিষ্ঠানের প্রোঃ মোঃ জামিল মিঞা জানান, উক্ত প্রতিষ্ঠানে ধান, চাল, গম, ভূট্রা সহ মিলিং এর ব্যবসা পরিচালনা করা হবে। এই প্রতিষ্ঠান থেকে সম্পুর্ণ নীরভেজাল পন্য গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবো বলে আমি মনে করি।
তিনি আরো জানান, বর্তমান প্রেক্ষাপটে অনেক মানুষ কর্মহীন হয়ে বেকার বসে আছে। আমার এই প্রতিষ্ঠান চালু করায় এইখানে অনেক বেকার ছেলেদের কর্মস্থান হবে বলে আমি মনে করি।
মিলাদ-মাহফিল শেষে প্রায় ৭০০ জনের মাঝে তোবারক বিতরণ করা হয়।