শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি
উপজেলা প্রশাসনের উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়া বিজয় দিবস উপলক্ষে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিজয় দিবসের রাতে পৌর শহরের ৩ নং ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন বস্তি এলাকায় ২৫ টি পরিবারের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু কম্বল বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার ও স্থানীয় সুশীল সমাজের লোকজন ।
নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ২৫ টি শীতার্ত পরিবারের মাঝে এ কম্বল বিতরন করা হয়েছে। প্রধানমন্ত্রীর দেয়া এ সেবা অব্যাহত থাকবে।