শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা :
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাজারে নারী-পুরুষের অবাদ বিচরণ, গান-বাজনা ও অশ্লিলতার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় নুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
রোববার বিকেল তিনটায় উপজেলার যাত্রাপুর গ্রামের আয়াত উল্লাহ শাহ’র মাজারে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম যাত্রাপুর গ্রামের এন্ট্রাস মিয়ার ছেলে। এঘটনায় নিহতের পিতা এন্ট্রাস মিয়া ও তার ভাই সিরাজুল ইসলামসহ ৫জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রাপুর গ্রামের আয়াত উল্লাহ শাহ’র মাজারকে কেন্দ্র করে চরচারতলা গ্রামের আল আমিন শাহ, যাত্রাপুর গ্রামের মোশারফ, সাইদুর ও মোয়াজ্জিনসহ একটিমহল নিয়মিত গান-বাজনা, নারী-পুরুষের অবাদ বিচরণসহ অশ্লীল কর্মকান্ড পরিচালনা করে থাকে। নিহত নুরুল ইসলাম এসব কর্মকান্ডের প্রতিবাদ করায় গত দু-তিনদিন আগে তাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে।
রোববার বিকেলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে পুনরায় তর্কবিতর্কের এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় প্রতিপক্ষের হামলায় টেটাবিদ্ধ হয়ে নুরুল ইসলাম মারাত্মকভাবে আহত হলে তাকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান।
এ ঘটনায় পুলিশ মহিলাসহ ৫জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
এদিকে সংঘর্ষের পর আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী ও ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ইন্সপেক্টর মোঃ হাবীবুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মহিলাসহ ৫জনকে আটক করা হয়েছে। অভিযোগ ও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।