শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
বাংলাদেশ মফস্ব সাংবাদিক ফোরাম-বিএমএসএফ’র চতুর্থ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিএমএসএফ’র দ্বি-বার্ষিক এ সম্মেলনে ১২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সম্পাদক আহমেদ আবু জাফর। সংগঠনটির চতুর্থ জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক কমটির সভাপতি শহিদুল ইসলাম পাইলট এবং সেক্রেটারি নির্বাচিত হন আগের কমিটির সেক্রেটারি আহমেদ আবু জাফর। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মাহবুবুল আম্বিয়া।
এছাড়া, সহকারী সম্পাদক নির্বাচিত হন দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার বিশেষ সংবাদদাতা মোঃ আবুল কালাম।
সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলনকে কেন্দ্র দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সাংবাদিক প্রতিনিধিরা ঢাকায় আসেন। গত ২ দিন থেকে রাজধানীর পুরানা পল্টন-প্রেসক্লাব এলাকা সাংবাদিকদের পদচারণায় মুখর ছিলো। গতকাল রোববার সম্মেলন শুরু হওয়ার আগেই জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বসার আসন না পেয়ে অনেকেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তাদের বক্তব্য শুনেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব। সাংবাদিকদের কল্যাণে কাজ করছে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য ৫০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।
সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে বিএমএসএফ’র ১৪ দফা দাবি পুণরুল্লেখ করেন। দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিক নির্যাতন, মামলা-হামলার বিরুদ্ধে সবাইকে ওইক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন। তৃণমুল সাংবাদিকদের পক্ষের একমাত্র সংগঠন বিএমএসএফকে শক্তিশালী করার আহবান জানান বক্তারা।