রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন
এমনিতে অ্যামাজনের ডেলিভারিম্যানদের নিয়ে ক্রেতাদের অভিযোগের শেষ নেই। মাঝে মাঝেই তাদের দুর্ব্যবহারের ঘটনা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কেউ অভিযোগ করেন যে ডেলিভারিম্যান খুচরো নিয়ে তাদের সঙ্গে সহযোগিতা করছেন না, কেউ বা আবার পণ্য না দিয়েই ডেলিভারি মার্ক করে দেওয়ার স্বভাব নিয়ে সমালোচনায় মুখর হয়ে ওঠেন!
এ সবের মাঝেই নিউ ইয়র্কের এক অ্যামাজন ডেলিভারিম্যানের ভিডিও ভাইরাল। এ ঘটনায় সোশ্যাল মিডিয়া উপচে পড়লো তার প্রশংসায়।
ওই ডেলিভারিম্যানের নাম ইব্রাহিম কম্ব। তার কথা সবার সামনে তুলে ধরেছেন ক্লদিয়াস নামের এক টুইটার ব্যবহারকারী। ইব্রাহিম তার বাড়িতে তার মায়ের একটা পণ্য ডেলিভারি করতে এসেছিলেন। বাড়ির সামনে রাখা সিসিটিভি ক্যামেরায় এরপর ধরা পড়েছে তার প্রাণবন্ত স্বভাব।
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে রীতিমতো দক্ষ স্ট্রিট ডান্সারের মতো তিনি হাতে পার্সেলটি নিয়ে নাচতে নাচতে পৌঁছে গেছেন দরজার কাছে। পণ্যটি যথাস্থানে রেখে দিয়ে তারপর আবার একই ভাবে নাচতে শুরু করেছেন। দু’-একটা ডান্স মুভের পর তাকে চলে যেতে দেখা গেছে ভিডিওতে।
এ রকম কাণ্ড দেখে স্বাভাবিক ভাবেই আর উত্তেজনা ধরে রাখতে পারেননি পেশায় সুরশিল্পী ক্লদিয়াস। তিনি ইব্রাহিমের ওই ডান্স মুভের সঙ্গে সুর বসিয়ে সেই ভিডিও ফুটেজ আপলোড করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এবং জানতে চেয়েছেন-এই ব্যক্তিটি আদতে কে! পাশাপাশি, এটাও লিখতে ভোলেননি ক্লদিয়াস এই দক্ষ কর্মচারীকে যে কোনও সংস্থারই খ্রিসমাস বোনাস দেওয়া উচিৎ!