শনিবার, ১৪ Jun ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল : “শিক্ষা নিয়ে গড়ব দেশ- শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিনা মূল্যে বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সভাকক্ষে বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু।
এসময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ভুঞা, প্রেস ক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাংবাদিক মজিবর রহমান, দেবদাস মজুমদার, হারুন-অর-রশিদ প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই বছরের শুরুতে সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। করনা পরিস্থিতির কারনে এ বছর বই উৎসব করা সম্ভব হয়নি। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্ববান জানান।