মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ১২:০২ অপরাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ ভান্ডারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে রোববার সকালে উপজেলা অডিটরিয়ামে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালকের সাথে উপজেলার ১৬৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব, ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যয়ন) ড. উত্তম কুমার দাশ। উপজেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন খলিফার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার হিমাদ্রী শেখর দেব নাথ, মোঃ নজরুল ইসলাম, মোঃ কামাল হোসেন, প্রধান শিক্ষক আঃ রাজ্জাক, ওমর ফারুক, সহকারী শিক্ষক মোঃ রেজাউল আহসান, সাইদুর রহমান সুমন ও মোঃ সামসুল আলম রিপন প্রমুখ।