বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৭:১৬ অপরাহ্ন
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ছোট শৌলা শাহাদাৎ হোসেন দাখিল মাদ্রাসা ও স্থানীয় জামে মসজিদ মাঠের মাটি জোর করে কেঁটে নিচ্ছে জুয়েল (৩২) নামে স্থানীয় এক ভূমিদস্যু। সে ওই ছোট শৌলা গ্রামের মৃত. আঃ জব্বার হাওলাদারের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, জুয়েল জনৈক ক্ষমতাসীন যুব নেতার আর্শিবাদপুষ্ট হবার কারনে সব কিছুতে বেপরোয়া। বিগত দিনে প্রকাশ্যে মসজিদ ভাঙ্গার কারনে তার বিরুদ্ধে মামলাও হয়েছে।
মাদ্রাসার সহ সুপার মাওলানা আঃ গফ্ফার ও ম্যানেজিং কমিটির সভাপতি তৈয়বুর রহমান জানান, গত ৪/৫ দিন ধরে ভূমিদস্যু জুয়েল লোক দিয়ে মসজিদ ও মাদ্রাসা মাঠের মাটি কেঁটে নিয়ে পুকুর আকৃতির করে ফেলেছে। আমারা প্রতিবাদ করতে গেলে আমাদের খুন-জখমের হুমকি দেয়। এ মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করে ও মানুষ মারা গেলে জানাযা নামাজ পড়ানো হয়। পুরো মাঠটিকে এখন পুকুরে পরিণত করেছে।
জুয়েল মাটি কেঁটে নেয়ার কথা অকপটে স্বীকার করে বলেন, পরে ড্রেজার দিয়ে বালু বা মাটি ভরাট করে দিবেন। হুমকি দেয়া ঘটনা অস্বীকার করেন।
ম্যানেজিং কমিটির সভাপতি তৈয়বুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।