শনিবার, ১৪ Jun ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
ভাণ্ডারিয়া প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত চিত্তরঞ্জন সিকদারের বাড়ীতে সোমবার গভীর রাতে এক দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতদল ওই গৃহের প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল এবং মূল্যবান কাগজপত্র লুট করে।
চিত্তরঞ্জন সিকদারের ছেলে স্কুল শিক্ষক চন্দ্র শেখর সিকদার জানান, রাত দেড়টার দিকে ১০/১২ জনের একদল মূখোশধারী সশস্ত্র ডাকাত তাদের বাড়ীর পেছনের জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে প্রথমে তাকে (চন্দ্র শেখরকে) বেঁধে ফেলে এবং ঘরের মালামাল তছনছ করে। এসময় ডাকাতদল প্রায় ১০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ এক লক্ষ পচাত্তর হাজার টাকা, মোবাইল সেট, বাবার মুক্তিযোদ্ধার সনদ, পাসপোর্ট, দলিল দস্তাবেজসহ মূল্যবান কাগজ পত্র নিয়ে যায়। এসময় স্থানীয়রা টের পেয়ে রাস্তায় নেমে এলে ডাকাল দল ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইন চার্জ এস,এম মাকসুদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।