শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বীর মুক্তিযোদ্ধারা হলেন জাতীর শ্রেষ্ঠ সন্তান -মহিউদ্দিন মহারাজ এমপি কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কাউখালীতে মৎস্য সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন ভান্ডারিয়ায় বিহারী লালমিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউটদের দীক্ষা অনুষ্ঠান ভান্ডারিয়ায় পিকআপে করে গরু চুরির সময় ৩ চোর আটক কাউখালী উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে জনবল সংকট থাকার কারণে জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে পিরোজপুরে স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত স্বামী ১৪ বছর পর গ্রেপ্তার পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় আবারো ৩ জন নিহত পিরোজপুরের এক জেলের জালে ধরা পড়ল ২০ লাখ টাকার লাক্ষা মাছ কাউখালীতে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত ভান্ডারিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পিরোজপুরে বাস অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৭ জন নিহত কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপিত কাউখালীতে মৎস্য কার্ডধারী জেলেদের ছাগল বিতরণ ভান্ডারিয়ায় স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস পালিত ভান্ডারিয়ায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান রাষ্ট্রীয় সম্মান নিয়ে কাউখালীর বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের শেষ বিদায় কাউখালীতে ব্রীজ নির্মান কাজ ৫ বছরে শেষ না হওয়ায় জনগনের ভোগান্তি চরমে কাউখালীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার একটি অংশ–মহিউদ্দিন মহারাজ (এমপি)
তীরে এসে তরী ডুবল ট্রাম্পের, এবার মুখ ফিরিয়ে নিচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোও

তীরে এসে তরী ডুবল ট্রাম্পের, এবার মুখ ফিরিয়ে নিচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোও

এ যেন ঠিক তীরে এসে ডুবল তরী! এত দিন তাঁর ‘ব্যবসায়িক সাম্রাজ্য’-এর সঙ্গে যুক্ত হতে যে সব প্রতিষ্ঠান মুখিয়ে থাকত, হোয়াইট হাউস থেকে বিদায় বেলায় তারাই এবার এক এক করে মুখ ফিরিয়ে নিচ্ছে আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে।

ক্যাপিটল হামলা ও তার পরবর্তী প্রেক্ষাপটে আগেই ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়েছিল। পরে তার ‘প্রচারক’ হিসেবে কাজ করা প্রায় ৭০ হাজার অ্যাকাউন্টও এবার মুছে দেয় টুইটার। পাশাপাশি তাবড় তাবড় সহযোগীর ব্যবসায়িক সমর্থনও হারিয়েছে ‘দ্য ট্রাম্প অর্গ্যানাইজেশন’।
টুইটারের পক্ষ থেকে জানানো হয়, অতি দক্ষিণপন্থী যড়যন্ত্র তত্ত্ব ‘কিউঅ্যানন’ সম্পর্কিত অ্যাকাউন্টগুলিই মূলত মুছে ফেলেছে তারা। সংশ্লিষ্ট ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী, ট্রাম্প একা এমন একটি সাম্রাজ্যের বিরুদ্ধে লড়ছেন যারা আদতে শিশুদের সঙ্গে যৌনাচারে যুক্ত। ওই তত্ত্বের প্রচারকদের দাবি, এই তালিকায় রয়েছে বেশ কয়েকটি তাবড় ডেমোক্র্যাট নেতা, হলিউড অভিনেতা, এবং ভিন‌্ দেশের রাষ্ট্রনেতা। ক্যাপিটল হামলার প্রেক্ষিতে ভুয়ো ও হিংসাত্মক তথ্য ছড়ানোর অভিযোগে এই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হল।

অন্যদিকে ট্রাম্প সংস্থার সঙ্গ ছাড়ার কথা ঘোষণা করেছে ওয়াল স্ট্রিট এবং সিলিকন ভ্যালির বিভিন্ন নামী সংস্থা। ট্রাম্প সমর্থকদের এক কথায় যে হারে কোণঠাসা হতে হচ্ছে, তা দেখেই কি এবার বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গ এড়িয়ে চলতে চাইছে ব্যবসায়িক সংগঠনগুলো? প্রশ্ন অনেকের। যদিও সরাসরি প্রতিক্রিয়া দেয়নি কোনওপক্ষই। তবে ইঙ্গিত তেমনই।কয়েক দশক ধরে ট্রাম্পের সংস্থারপ্রায় সমস্ত লেনদেন সামলানো ডয়েশে ব্যাঙ্কও মুখ ফিরিয়ে নিয়েছে। ব্যাঙ্কটির সদর দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের সংস্থার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছে তারা। সংস্থাটির কাছে ব্যাঙ্কটির বড় অঙ্কের দেনা রয়েছে বলেও জানান তিনি। একই পদক্ষেপ নিতে চলেছে নিউ ইয়র্কের সিগনেচার ব্যাঙ্ক কর্তৃপক্ষও। তারা জানান, ট্রাম্পের দু’টি ব্যক্তিগত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। এক সময়ে ট্রাম্প কন্যা ইভাঙ্কা ব্যাঙ্কটির বোর্ড সদস্য ছিলেন। তাদের ই-কমার্স প্ল্যাটফর্মে ট্রাম্প অর্গ্যানাইজেশনের সমস্ত অনলাইন স্টোর বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে শপিফাই আইএনসি-ও। ফেসবুকের দরজাও অনির্দিষ্ট কাল বন্ধ ট্রাম্পের জন্য। ফলে ব্যবসায়িক দিক থেকে অন্তত ট্রাম্প অথৈ জলে।

ট্রাম্প যদিও এদিন দাবি করেছেন, তার ৬ জানুয়ারির বক্তৃতা ‘একেবারে যথাযথ’ ছিল। অ্যাকাউন্ট বন্ধ করার জন্য সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোকে কার্যত হুমকি দিয়ে তিনি বলেছেন, তারা ‘চরম ভুল’ করছে।

সূত্র: আনন্দবাজার

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana