শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
বরিশালের জনপ্রিয় অনলাইন পোর্টাল দৈনিক দক্ষিনবঙ্গ সংবাদের ক্রাইম রিপোর্টার আল ইমরান গত ৩/৪ মাস আগে একটি সংবাদ প্রকাশ করেন এবং সমাজসেবা অফিসে একটি অভিযোগ দায়ের করার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে হামলা করা হয়।হামলার শিকার আল ইমরান বলেন,আমি এখন থেকে ৩/৪ মাস আগে সমাজসেবামূলক একটি সংবাদ প্রকাশ করি এবং বরিশাল আঞ্চলিক সমাজসেবা অফিসে অভিযোগ দায়ের করি।অভিযোগের সূত্র ছিল বরিশাল সি এন্ড বি রোড কাজীপাড়া তেমাথা ১ম গলি রাস্তা সংলগ্ন একটা হাসের ফার্ম/খামার করে এলাকার সাধারণ মানুষের চলাচলে চরম আকারে ব্যাহত হচ্ছে কারণ তারা পরিষ্কার পরিচ্ছন্ন না রেখে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পরিবেশ দূষণ করছে বিধায় আমি অভিযোগ করি।এই সূত্র ধরে আমাকে ১৪/০৮/২০ ইং তারিখে একবার হামলা করা হয় তারই ধারাবাহিকতায় গত ২১/০১/২১ ইং তারিখ সকাল ১১ ঘটিকার সময় পূর্ব পরিকল্পিতভাবে ওবায়দুল ইসলাম সেন্টু(৫৬) পিতাঃ মৃত রশিদ হাং ও তার ছেলে সৌরভ(১৮) তার ভাই ঝন্টু(৪৪) ও তার স্ত্রী নাসিমা বেগম ও জামাই সোহেল(৩৫) সহ আরো অজ্ঞাতনামা দুইজন রানা প্লাজার সামনে আমার উপর দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে আমার দুই পা ভেঙ্গে দেয়। আমি এখন শে বা চি ম হাসপাতালে বার্ন এন্ড সার্জারী ইউনিটিতে চিকিৎসাদিন। গতো ১৪/০৮/২০ তারিখে হামলার পরে আমি বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা করছি যাহার নং ৫৫১/২০। আমি প্রশাসনের নিকট এর সুরাহা ও তদন্তপূর্বক সু বিচার দাবী করছি।
সুত্র দৈনিক আজকের পরিবর্তন