শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বামীর সাথে অভিমান করে চলে যাওয়া স্ত্রী চার সন্তাানের জননী চামেলী বেগম (৩৮) কে পুলিশের সহযোগিতায় ফিরিয়ে পেয়েছে স্বামী শাহআলম হাওলাদার। রোববার রাতে মঠবাড়িয়া থানার “নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক” এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস.আই শাহানাজ পারভিন স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধ মিমাংসা করে দেন।
শাহআলম হাওলাদার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দ।
থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক তুচ্ছ ঘটনায় চামেলী বেগম স্বামী ও তার ৪ সন্তানকে কিছু না বলে বাবার বাড়ি চলে যায়। এ ঘটনায় শাহআলম হাওলাদার “নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক”- এ লিখিত অভিযোগ করলে পুলিশ বিষয়টি মিমাংসা করে দেন।
এ ব্যপারে চামেলী বেগম ও শাহআলম হাওলাদার বলেন, পুলিশের সহযোগিতায় আমাদের পারিবারিক বিরোধটি স্থানী ফয়সালা হওয়ায় আমরা আনন্দিত।
মঠবাড়িয়া থানার “নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক” এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস.আই শাহানাজ পারভিন জানান, স্বামী শাহআলম হাওলাদারের লিখিত অভিযোগের ভিত্তিতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ নিরাসন করা হয়েছে। এতে ৪ সন্তানসহ স্বামী-স্ত্রী সকলেই খুশি হয়েছেন।