শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় ছোট শৌলা শাহাদাৎ হোসেন দাখিল মাদ্রাসা ও মসজিদ মাঠের মাটি কেঁটে নেয়ার ঘটনায় মামলা ৫ জনের বিরুদ্ধে হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সকল আসামীদের আগামী ১৪ ফেব্রুয়ারী স্ব-শরীরে হাজির হবার আদেশ দেন বলে এডভোকেট রফিকুল ইসলাম বাবুল নিশ্চিত করেছেন।
মাদ্রাসা সহ সুপার মাওলানা আঃ গফ্ফার বাদি হয়ে গত ১৪ জানুয়ারি ভূমিদস্যু জুয়েলকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করেন। জুয়েল ছোট শৌলা গ্রামের মৃত. আঃ জব্বার হাওলাদারের ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ভূমিদস্যু জুয়েল ভাড়াটিয়া ২০/২৫ জন লোক দিয়ে মসজিদ ও মাদ্রাসা মাঠের মাটি কেঁটে নিয়ে পুকুর আকৃতির করে ফেলে। ম্যানেজিং কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যরা বাঁধা দিতে গেলে তাদের ওপর হামলা চালায় ও খুন-জখমের হুমকি দেয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা রফিকুল ইসলাম ভূঁঞা বলেন, একটি অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার বিকেলে সরেজমিনে গেলে মাটি কেঁটে নেয়ার সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হবে।