শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা চত্বরে ২৮ জানুয়ারি সকাল ১১ টায় বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ ফায়র সার্ভিসের যৌথ উদ্যোগে শীতকালীন প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে অগ্নি নির্বাপন ও উদ্ধার অভিযানের অনুশীলন মহড়া অনুষ্ঠিত হয়। ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: ফারুক হোসাইন হাওলাদার এর নেতৃত্বে ভাণ্ডারিয়া ফায়র সার্ভিস ও ভাণ্ডারিয়া থানা পুলিশের একটি চৌকশ দল এই যৌথ শীতকালীন অগ্নি নির্বাপন, নিরাপত্তা ও উদ্ধার অভিযানের মহড়ার অংশগ্রহণ করে হাতে কলমে বর্তমানের আধুনিক প্রযুক্তিগত ফায়ার নির্বাপণ দক্ষতা অর্জন করেন। বর্তমান সময়ে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগা থেকে অল্প সময়ের কম ক্ষতিতে কি করে জনসম্পদ রক্ষা করা যায় তা প্রদর্শন করা হয়। সাথে সাথে বহুতল ভবনে বিদ্যুতিক শট সার্কিট থেকে কিংবা যে কোন কারনে আগুন লেগে গেলে নির্বাপনের কৌশল ও নিরাপত্তা দুই বাহিনীর মাঝে আদান প্রদান করা হয়। ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃমাকসুদুর রহমান সমাপনী পর্বের বক্তব্যে বলেন বাংলাদেশ পুলিশ যে কোন দূর্ঘটনার সময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। ফলে সেই পেশাগত কর্মকান্ডের মধ্যে অন্যতম ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হয় আগুনের লেলিহান শিখা যখন সব গ্রাস করে তাই এই যৌথ শীতকালীন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সেই অগ্নি নির্বাপন ,নিরাপত্তা ও উদ্ধার অভিযানের কাজ এখন থেকে আরো সহজ ও ক্ষয়ক্ষতি ও কম হবে বলে আশা করছি ।