ভাণ্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের ভাণ্ডারিয়ার ঐতিহ্য বাহি হাওলাদার বাড়ীর মসজিদ সংলগ্ন ঈদগাহ প্রাঙ্গনে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মোঃ এহসাম হালদারের পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম হাজী ফারুক হাওলাদারের নামকরনে ৩১জানুয়ারি রবিবার সকাল ১১ টায় আনুষ্ঠানিক ভাবে শুরু উদ্বোধন হলো ব্যতিক্রম ও ইসলামী আধুনিক চিন্তাধারায় পরিচালিত শিশু কিশোরদের ইসলামী মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যে অন্যতম প্রতিষ্ঠান হাজী ফারুক নুরানী হিজবুল কোরআন ক্যাডেট মাদ্রাসা ও ইসলামী কমপ্লেক্সে।
দ্বীন প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন মোঃ এহসাম হাওলাদার। উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক তার উদ্বোধনী বক্তব্যে বলেন,
প্রিয় নবী হযরত মুহাম্মাদ( সাঃ) এর মানবীয় গুণাবলী ও তার জীবন আর্দশেএই প্রজন্মের শিশুকিশোরদের গড়ে তোলার লক্ষ্যে ছহীশুদ্ধ কোর আন শিক্ষার জন্য আমার পিতার নামে হাওলাদার বাড়ীর সকলের পরামর্শে এই প্রতিষ্ঠানটির আজ থেকে পথচলা শুরু হলো। আপনাদের সকলের পরামর্শ ও সহযোগিতায় প্রতিষ্ঠানটি পূর্ণতা লাভ করবে বলে আশা করছি।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মৃধা, আওয়ামীলীগের সহ -সভাপতি ,মোঃনেজামূল হক নান্নান, মোঃলিয়াকত হোসেন তালুকদার, জেলা আওয়ামীলীগের নেতা আবু বকর সিদ্দিক মন্টু হাওলাদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তম আলী, মোঃহায়দার আলী হাওলাদার, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা জাকারিয়া আল ফরিদি,মাওলানা আলতাফ হোসেন সিকদার
দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাঃশাহজালাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান মাওলানা মুনসুর রহমান আনসারী।
দোয়া মোনাজাত শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ। দ্বিতল পাকা ভবনে আধুনিক সুযোগ সুবিধা ও মনোরম পরিবেশে শিক্ষার্থীদের কলরব ও তবারক বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।