শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ অপরাহ্ন
মুজিববর্ষ উপলক্ষে রংপুর সিটি প্রেসক্লাব মিলনায়তনে গতকাল রবিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ইনডোর গেমসের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার বিপস্নব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম।
রংপুর সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মো. শাহাদত হোসেন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ, সহ-সভাপতি সাঈদ বাবু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, দপ্তর ও প্রচার সম্পাদক আলী হায়দার রণি, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আরমান হক, কার্যকরী সদস্য জুয়েল আহমেদ, টুর্ণামেন্ট উপ কমিটির সদস্য রেজাউল করিম জীবন ও নূর মোহাম্মদ।
পরে ক্লাব সদস্যদের পুরস্কার ও ট্রফি বিতরণ করেন অতিথিরা।