শনিবার, ১৪ Jun ২০২৫, ১১:২০ অপরাহ্ন
কত টাকা কত ভাবে চলে যায়.. যার যা ইচ্ছা তার সেই মতো একটু হেল্প করেন
আমি মহিন উদ্দিন আমার মেয়ের নামঃ মাইমুনা ইসলাম (রাইসা) বয়সঃ ২ বছর ৮ মাস। জন্মগতভাবে এই রোগটাতে ভুগতেছে। এই রোগটাকে Mylomeningocele বলা হয়।
এই রোগটা নিয়ে আমার মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে। বিশেষ করে, তেমন কিছু খাইতে পারে না, দিনে ২০-২৫ বার প্রসাব-পায়খানা করে। এই সমস্যার কারনে সে হাটতে সমস্যা হয়।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী, খুব দ্রুত অপারেশন করাতে হবে, না হলে সারাজীবনের জন্য প্যারালাইসিস হয়ে যাবে। এই অপারেশন এর খরচ বাবদ আনুমানিক ৪ লক্ষ টাকার প্রয়োজন।
আমি সকলের সাহায্য ও দোয়া কামনা করছি, আমার মেয়েটির দ্রুত অপারেশন এর জন্য।
বিকাশ: 01860-594649 (personal)
নগদ: 01860-594649 (personal)
বিকাশ: 01880-343660 (personal
ফেইচবুক থেকে নেয়া Gsm Mizan Khan