শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
প্রেমিকের ঘরে প্রেমিকার অনশন’ সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রেমিক পক্ষের লোকজনের মারধরে গুরুতর আহত হয়েছেন দৈনিক মানবজমিন বাঁশখালী প্রতিনিধি ও বাঁশখালী প্রেস ক্লাবের ক্রীড়া সমপাদক সাংবাদিক মুহাম্মদ মহিউদ্দিন। মঙ্গলবার সন্ধ্যায় বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় রাতেই বাঁশখালী থানায় হামলাকারী জাকেরকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক মুহাম্মদ মহিউদ্দিন।
মহিউদ্দিন জানান, গণ্ডামারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পৈত্যালারো বাড়ির নুরুল ইসলামের পুত্র রাকিব (২৭)-এর সঙ্গে একই ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের আজগর আলী সিকদার বাড়ির দেলোয়ার হোসেনের কন্যা চট্টগ্রাম শহরে গার্মেন্টসে কর্মরত নয়ন মণি’র সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সমপর্ক চলছিল। গত ২রা ফেব্রুয়ারি প্রেমিক রাকিবের বিয়ের অ্যাংগেজমেন্টের সংবাদ পেয়ে প্রেমিকা নয়ন মণি সশরীরে প্রেমিক রাকিবের ঘরে হাজির হলে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার সংবাদ পেয়ে সাংবাদিক মহিউদ্দিন তথ্য সংগ্রহের জন্য হাজির হন। এ সময় প্রেমিকার সঙ্গে কথা বলার এক পর্যায়ে রাকিবের চাচাত ভাই জাকের হোসেন তার দলবল নিয়ে তার ওপর চড়াও হয়।
এ সময় তারা মহিউদ্দিনের পরনের ব্লেজার টেনে ছিঁড়ে ফেলে এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। সেখান থেকে স্থানীয়দের সহায়তায় কোনো রকমে প্রাণে রক্ষা পান।
সুত্র মানবজমিন