শনিবার, ১৪ Jun ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
মোঃ রুম্মান হাওলাদার, মঠবাড়িয়া প্রতিনিধি।। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভাইস-চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত করোনা প্রতিরোধক টিক নিয়েছেন। আজ রোববার (৭ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ টিকা নেন। টিকা নেওয়ার পর আরিফুর রহমান সিফাত বলেন, আলহামদুলিল্লাহ টিকা নিয়ে সুস্থ আছি। দেহে কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার অসুস্থতাবোধ অনুভব হয় না। টিকা গ্রহণ নিয়ে আতঙ্ক বা ভয় পাওয়ার কিছু নেই । এ সময় তিনি উপজেলা বাসীকে এ প্রতিষেধক ভ্যাকসিন নেয়ার আহ্বান জানান। ভাইস-চেয়ারম্যানের টিকা গ্রহনের মধ্যদিয়ে প্রথম দিনেই এ উপজেলা থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ, সাংবাদিক ও হাসপাতালের স্টাফসহ মোট ৫৫ জন টিকা গ্রহন করে। উল্লেখ্য প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটি কেন্দ্রে, ৩টি দক্ষ টিমের মাধ্যমে এ টিকাদান কর্মসূচী চলবে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানান ।