শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল : পিরোজপুরের মঠবাড়িয়ায় বুধবার রাতে অভিযান চালিয়ে জাকারিয়া খান (২০) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। জাকারিয়া উপজেলার ভেচকী (সূর্যমনি) গ্রামের সেকান্দার খান এর ছেলে।
এস আই জাফর জানান, উপজেলার ভেচকি (সূর্যমনি) এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ১৪ পিচ ইয়াবা সহ জাকারিয়াকে আটক করি। এসময় সাথে থাকা অন্য মাদক ব্যাবসায়ীরা দৌড়ে পলিয়ে যায়। জাকারিয়ার দেহ তল্লাশী করে ১৪ পিচ ইয়াবা পাওয়া যায়। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, মাদক ব্যাবসায়ী জাকারিয়াকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। তিনি আরও জানান এ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।