বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
করোনা নিয়ে বিপদ যেন কিছুতেই কাটছে না ভারতের! টিকাকরণ অভিযানের মাঝেই এবার দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের নয়া করোনা স্ট্রেনের হদিস মিলল দেশটিতে। দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এখন পর্যন্ত ৪ জনের শরীরের দক্ষিণ আফ্রিকান প্রজাতির ভাইরাস পাওয়া গেছে। আর একজনের শরীরে মিলেছে ব্রাজিলীয় প্রজাতির নমুনা।
গত বছরের একেবারে শেষের দিকে ব্রিটেনের নয়া করোনা স্ট্রেনে আতঙ্ক ছড়িয়েছিল।
ভারতে বর্তমানে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে ১০ হাজারেরও নীচে নেমেছে। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৯ হাজারের কাছাকাছি হয়েছে। একমাত্র কেরালা এবং মহারাষ্ট্র ছাড়া মোটামুটি বাকি রাজ্যগুলোতে করোনার সংক্রমণে কার্যত নিয়ন্ত্রণে রয়েছে। এই পরিস্থিতিতে ভারতে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের করানোর স্ট্রেন ধরা পড়ায় ফের নতুন করে উদ্বেগ বাড়ল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের।
জানা গেছে, ভারতে এখনও পর্যন্ত ব্রিটেনের করোনা স্ট্রেনে আক্রান্তের সংখ্যা ১৮৭। আমেরিকা-সহ বিশ্বের ৪১টি দেশে দক্ষিণ আফ্রিকার স্ট্রেন আগেই ধরা পড়েছে। এবার সেই ভাইরাস ঢুকে পড়ল ভারতেও। দক্ষিণ আফ্রিকা বা ব্রাজিল থেকে অবশ্য কোনও সরাসরি বিমান নেই। তবে সংক্রমণ প্রতিরোধে ইতিমধ্যেই পদক্ষেপ নিতে শুরু করেছে দেশটির সরকার।