বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গত ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে পরিবহন শ্রমিক নামধারী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে মৌন মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় ভাণ্ডারিয়া শহীদ মিনার চত্বর থেকে মৌন মিছিল শুরু করে উপজেলা প্রাঙ্গনে গিয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন এর মাধ্যমে প্রতিবাদ কর্মসূচী শেষ হয়।
প্রতিবাদ কর্মসূচীর মানববন্ধনে বক্তব্য রাখেন আশির রিফাত ( ববি), আবির (ববি), মোঃশহাবুদ্দিন ( পরিপ্রবি ), আসিফ খান( ঢাবি), মোঃরেদোয়ান (ববি),
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস মুভমেন্ট ভাণ্ডারিয়ার পক্ষ থেকে চবির শিক্ষার্থী তালুকদার অমিত মাহমুদ রাফি বলেন শ্রমিক নামধারী সন্ত্রাসীদের নৈরাজ্য বন্ধ হওয়া উচিত। অন্যথায় সারা বাংলাদেশে শিক্ষার্থী শ্রমিক দ্বন্দ্ব বেড়েই চলবে। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য কতৃপক্ষ্যের দৃষ্টি আকর্ষণ করছি।