শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পিরোজপুর শিক্ষককে হাতুড়িপেটা, বিএনপি নেতা গ্রেপ্তার কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লোহার পুল ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী ও শ্বশুর আটক পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা কাউখালীতে মন্ডপগুলোতে চলছে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নেছারাবাদে ২৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে জাল ফেলছে জেলেরা! মিলছে না কাঙ্খিত ইলিশ পিরোজপুর ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন: সোহাগ সভাপতি, মিঠু সম্পাদক কাউখালীতে অপহরণের তিন মাস পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী উদ্ধার কাউখালীতে জেলের মরদেহ উদ্ধার ইউনিয়ন বিএনপির সেক্রেটারীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভাণ্ডারিয়ার চাঞ্চল্যকর আসমা হত্যার বিচার দাবিতে পিরোজপুরে মানববন্ধন কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত মঠবাড়িয়ায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
পরাধীন রাজনীতি এবং পরাধীন উত্তর রাজনীতি এক হতে দেয়া উচিত নয়..আনোয়ার হোসেন মঞ্জু এমপি

পরাধীন রাজনীতি এবং পরাধীন উত্তর রাজনীতি এক হতে দেয়া উচিত নয়..আনোয়ার হোসেন মঞ্জু এমপি

ভান্ডারিয়া প্রতিনিধিঃ
জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, পরাধীন আমলের রাজনীতি এবং পরাধীনতার-উত্তর রাজনীতি এক হতে পারে না এক হতে দেয়া উচিত নয়। পরাধীন আমলের রাজনীতি হলো ভাঙ্গার রাজনীতি বিশৃঙ্খলা সৃষ্টি করার রাজনীতি। পরাধীনতার-উত্তর রাজনীতি গড়ারর রাজনীতি। আমরা যে যেখানে যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে স্বাধীনতার পরবর্তী আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে ব্সাতবায়ন করতে হবে। আমরা এই ভান্ডারিয়া কাউখালী ইন্দুরকানীর জন্য সরকারের কাছ থেকে যা আনতে পারি রাষ্ট্রের কাছ থেকে আনতে পারি তা অন্যান্য উপজেলার থেকে বেশী।

তিনি গতকাল শনিবার পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ায় পোনা নদীর উপর নবনির্মিত পিসি গার্ডার সেতু ও নতুন বাইপাস সড়ক উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বক্তব্যে তিনি আরও বলেন, ভাণ্ডারিয়ায় আমরা ঝগড়া-বিবাদ প্রশ্রয় দেই না। এখানে আমরা এক থাকি বলে আল্লাহর রহমত রয়েছে। আপনারা যার যার রাজনীতি করবেন, উন্নয়নের সময় এক থাকবেন। আমি যেদিন থেকে এই ভাণ্ডারিয়ায় এসেছি সেই দিনের ভাণ্ডারিয়া আর আজকের ভাণ্ডারিয়া এক নয়। অনেক উন্নয়নের হয়েছে, এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে। সবাই এক থেকে আল্লাহর নির্দেশে মানুষের সেবা করতে হবে। সমাবেশে ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যন মিরাজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পিরোজপুর সওজ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন। সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতে আরও শরিক হন জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার মঞ্জু এমপি’র কনিষ্ঠ কন্যা দৈনিক ইত্তেফাকের অন্যতম পরিচালক আনুশে হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, জাতীয়পার্টি জেপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাহিবুল ইসলাম মাহিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার সহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলর এবং বিভিন্ন সরকারি, বেসকারি কর্মকর্তা, রাজনৈতিক দল ও তার অঙ্গসংগঠনে নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন ভান্ডারিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি জাকারিয়া।

পিরোজপুর সড়ক বিভাগাধীন ‘বরিশাল-ঝালকাঠি-রাজাপুর-ভাণ্ডারিয়া-পিরোজপুর (আর-৮৭০) সড়কের’ ৪৬তম কিলোমিটারে পোনা নদীর উপর এই পিসি গার্ডার সেতুটি নির্মিত হয়েছে। সেতুটির নির্মাণ কাজ ব্যয় হয় ৪৮ কোটি ৫৫ লক্ষ টাকা। তৎকালীন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি ২০১৭ সালের ২৯ জুলাই ২০০ মিটার দীর্ঘ এই সেতুটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পোনা ব্রিজ থেকে চরখালী সওজ সড়কের ব্রাক সেন্টার পর্যন্ত একটি নতুন বাইপাস সড়ক এসময় উদ্বোধন করা হয়।

 

পোনা নদীয়র উপর এ পিসি গার্ডার সেতুটি নির্মাণ হওয়ায় বিভাগীয় শহর বরিশাল থেকে জেলা শহর পিরোজপুর, বরগুনা জেলার কাঠালিয়া-পাথরঘাটা এবং উপকূলীয় উপজেলা মঠবাড়িয়ায় যাতায়াতের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana