শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি ভিপি সম্পত্তির মাটি কেঁটে ওই সম্পত্তি দখলে নিচ্ছে স্থানীয় প্রভাবশালী সেন্টু খান। উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৩৫ নং ভেচকী মৌজায় এসএ ৬৩০ খতিয়ানের ৯৪ নং দাগে গত দুদিন ধরে মাটি কেঁটে দখল নিচ্ছে ওই ব্যক্তি। সরকারি সম্পত্তি এভাবে দখল নেয়ায় স্থানীয় সুশীল সমাজের মধ্যে চাঁপা ক্ষোভ বিরাজ করছে। সেন্টু খান ভেচকি গ্রামের সুলতান খানের ছেলে।
এব্যপারে সেন্টু খান ওই সম্পত্তি তার শ্যালকের কাছ থেকে কিনেছেন বলে দাবী করেন। তবে রেজিস্ট্রি হয়নিও বলে জানান।
মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ড বলেন, ওই সম্পত্তি নিয়ে মামলা চলমান। ঘটনাস্থলে তহসিলদার পাঠানো হয়েছিলো। যাচাই চলছে। সরকারি সম্পত্তি উদ্ধারে আমরা সব সময় অটল রয়েছি।