বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৫৭ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল : পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঁদা না দেয়ায় পৌর শহরের বহেরাতলা এলাকায় মোহাম্মদুল্লা নামে এক ভাঙারী ব্যবসায়ীর গুদাম ঘরে আগুন ধরিয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই ব্যবসায়ী রোববার রাতে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় জিডি করেন। ক্ষতিগ্রস্থ মোহাম্মদুল্লা গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার হিরণ গ্রামের হান্নান খানের ছেলে। সে বহেলাতলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বহু বছর ধরে ভাঙারীর ব্যবসা করে আসছে।
জিডি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত এক মাস ধরে অজ্ঞাত ব্যক্তি মুঠোফোন নম্বর ০১৭০৭১৮৮৩০৮ দিয়ে কল করে অশ্লীল গালমন্দ করাসহ ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছিলো। ওই টাকা দিতে অস্বীকার করায় ২১ ফেব্রæয়ারী গভীর রাতে তার গুদাম ঘরে অজ্ঞাত ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। এতে ওই ব্যবসায়ীর ৩ লাক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায় বলে তিনি জানান।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জান জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত পূর্বক অপরাধী সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।