বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১১:০৫ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমúেøক্স টিকা গ্রহণে জন সাধারনের মাঝে ব্যাপক আগ্রহ বাড়ছে বলে হাসপাতল কর্তৃপক্ষ জানিয়েছেন। এ পর্যন্ত টিকা গ্রহণে সংখ্যা সাড়ে ৪ হাজার ছাড়িয়ে গেছে। কেন্দ্রে আসা জন সাধারণকে সেবা দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সিপিপি স্বেচ্ছাসেবী সদস্যরা। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্বাস্থ্য কমúেøক্স’র স্বাস্থ্য কর্মিদের পাশাপাশি ঘুর্ণিঝড় প্রস্তুতি প্রোগ্রাম (সিপিপি) এর টিম লিডার মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে টিমের স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে এ সেবা দিয়ে যাচ্ছে। স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যকর্মিদের ও টিকা গ্রহীতা জনসাধারণকে শৃঙ্খলার সাথে সেবা প্রদানের মাধ্যমে সবার আস্থা অর্জন করেছে।
এদিকে টিকা গ্রহীতা জনসাধারণকে সেবা প্রদানের বিষয়ে গত ৪ ও ৬ ফেব্রæয়ারী মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমúেøক্স প্রশিক্ষনের পরে ৭ ফেব্রæয়ারী থেকে সিপিপি এর স্বেচ্চাসেবীরা এ কার্যক্রম শুরু করেন।
সিপিপি এর টিম লিডার মোঃ ইকবাল হোসেনের জানান, আমাদের কার্য্যক্রম শুধুমাত্র ঘুর্ণিঝড়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। যে কোন সামাজিক সেবাধর্মী গঠনমূলক কাজে এবং মানুষের কল্যাণে আমরা নিজেদের সম্পৃক্ত করতে অঙ্গীকারবদ্ধ। জনকল্যাণে আমাদের সেবামূলক কার্যক্রম অব্যহত থাকবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. আলী আহসান বলেন, টিকা গ্রহণে জন সাধারনের মাঝে ব্যাপক আগ্রহ বাড়ছে। এ কাজে সিপিপি এর কার্যক্রম প্রশংসনীয়। তাদের কাজে আমরা অভিভুত। টিকা গ্রহীতারাও তাদের কার্যক্রমকে ভালভাবে গ্রহণ করছে।