শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল : মুজিব বর্ষ উপলক্ষে ডিজিটাল ভূমি সেবা জনগনের দোর গোড়ায় পৌঁছে দিতে ও জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় ভ্রাম্যমান ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ডিজিটাল ভূমি সেবা প্রদান, ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায়, সহজীকরণ ও ভূমি বিষয়ে জনসচেতনাতা বৃদ্ধির লক্ষ্যে এ ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার ধানী সাফা ইউনিয়ন ভূমি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে ২ দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ড, ধানী সাফা ইউপি চেয়ারম্যান হারুণ অর রশিদ তালুকদার, মঠবাড়িয়া কানুনগো শেখ জামশেদ হোসেন, ভূমি সহকারী কর্মকর্তা সাইদুর রহমান রানা, সার্ভেয়ার আসাদউল্লাহ, নাজীর সুমন বড়ালসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানাগেছে, মুজিব বর্ষ উপলক্ষে ভূমি সেবা মেলা উপজেলার ১১ ইউনিয়নের ভূমি অফিসে স্বল্প সময়ে ভিপি ও চান্দিনা ভিটি নবায়ন, ভূমি উন্নয়ন কর (খাজনা) গ্রহণ, ই-মিউটেশন, ই-কর, ই-নামজারীসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা হবে। এ সেবা সফল করতে উপজেলার ১১ ইউনিয়নে ভূমি সেবা ক্যাম্পসহ বিভিন্ন গুনুত্বপূর্ন স্থানে ভূমি অফিসের বিভিন্ন সেবার বিষয়ে ব্যানার, ফেস্টুনের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।
পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন জানান, ভূমি অফিসে এ ভূমি সেবা ইতিপূর্বে চালু করা হলেও অন্যান্য ডিজিটাল সেবা সমূহ গতিশীল ও দ্রæত ভুমিসেবা প্রদানই এ মেলার উদ্দেশ্য। যা গোটা জেলায় চলমান রয়েছে। এতে মানুষ খুব সহজেই ভূমি সংক্রান্ত সেবা পাচ্ছেন।