শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল : পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত
বিরোধের জেরে আসন্ন ইউপি নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী
দেলোয়ার হোসেন মাস্টারের বসত বাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে।
বুধবার রাতে দেলোয়ার হোসেন বাদি হয়ে একই এলাকার মালেক মৃধার ছেলে
দেলোয়ার হোসেন ছগিরকে প্রধান আসামী করে ১২ জন নামীয় ও অজ্ঞাত ১২
জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেন। দেলোয়ার হোসেন উপজেলার
জরিপের চর গ্রামের মো. ফজলুল হক মৃধার ছেলে ও আসন্ন ইউপি
নির্বাচনে (বেতমোর রাজপাড়া) চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী।
মামলা সূত্রে জানা যায়, দেলোয়ার মাস্টারের সাথে একই এলাকার মালেক মৃধার
দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত ২০ ফেব্রæয়ারী
সকালে মালেক মৃধার নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী দেলোয়ার মাস্টারের ভোগ
দখালীয় জমিতে থাকা শাতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ-বনজ গাছ
কর্তনসহ মৌসুমী সবজী গাছ কেঁটে ফেলে। এসময় তার বাবা ও স্ত্রী
বাঁধা দিতে গেলে তাদেরকে পিটিয়ে আহত করে নগদ টাকা ও স্বর্ণালংকার
ছিনিয়ে নেয়। গাছ কাঁটা, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ায়
তার তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করেন।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন,
আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।